Wednesday, March 22, 2017

C'est la vie !

La chanson d'origine Bengalie - C'est pour le public Bengali, le lien d'youtube : https://www.youtube.com/watch?v=27afpwxLR2M

এই তো জীবন......


এই তো জীবন,
হিংসা, বিবাদ, লোভ,
ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায়, চিতাতেই সব শেষ,
এই তো জীবন।
হিংসা, বিবাদ, লোভ,
ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায়, চিতাতেই সব শেষ,
এই তো জীবন।।


কেন দিস রে চুমুক তবে
বিষয়ের বিষে,
সবই তো ধূলোয় যাবে মিশে,
কেন দিস রে চুমুক তবে
বিষয়ের বিষে,
সবই তো ধূলোয় যাবে মিশে,
থাকবে না গায়ে তোর
ঝলমলে দামি ওই বেশ,
চিতাতেই সব শেষ,
হায়, চিতাতেই সব শেষ,
এই তো জীবন।।

সাধের এই দেহটাও
একমুঠো সাদা ছাই হবে,
সবই তো পিছে পড়ে রবে,
সাধের এই দেহটাও
একমুঠো সাদা ছাই হবে,
সবই তো পিছে পড়ে রবে,
চুকে যাবে সময়ের
যতকিছু হিসেব নিকেশ,
চিতাতেই সব শেষ,
হায়, চিতাতেই সব শেষ,
এই তো জীবন।।

হিংসা, বিবাদ, লোভ,
ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায়, চিতাতেই সব শেষ,
এই তো জীবন।।  

No comments:

Post a Comment